এই দুটি উপাদানের পরবর্তী মুসতাসনা মানসুব। যেমন,
তিনজন ছাত্র ব্যতিত সকলকে পরীক্ষা করেছিলাম |
اِخْتَبَرْتُ الطُّلاَّبَ مَاعَدَا ثَلاَثَةً |
জেনে রেখো! আল্লাহ ছাড়া সব কিছুই বাতিল |
أَلَا كُلُّ شَيْءٍ مَا خَلَا اللهَ بَاطِلٌ |
কুরানীয় উদাহরণঃ
অতঃপর সবাই সিজদা করলো ইবলীস ব্যতীত |
فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ |
অতঃপর সবাই পান করল সে পানি, সামান্য কয়েকজন ছাড়া |
فَشَرِبُوا مِنْهُ إِلَّا قَلِيلًا مِّنْهُمْ ۚ |
আর মুহাম্মদ একজন রসূল বৈ তো নয়! |
وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ |
তাদের খবর অল্প লোকই জানে। |
مَّا يَعْلَمُهُمْ إِلَّا قَلِيلٌ |
এটা তো সারা বিশ্বের জন্যে উপদেশ বৈ নয়। |
إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَالَمِينَ |
আগুন কয়েকদিন ব্যতীত আমাদিগকে কখনও স্পর্শ করবে না |
لَن تَمَسَّنَا النَّارُ إِلَّا أَيَّامًا مَّعْدُودَةً |
তারা মিথ্যা আকাঙ্খা ছাড়া আল্লাহর গ্রন্থের কিছুই জানে না। |
لَا يَعْلَمُونَ الْكِتَابَ إِلَّا أَمَانِيَّ |
কোর্স বিষয়বস্তু