শুরু করা অর্থে طَفِقَ , جَعَلَ , أَخَذَ   ইত্যাদি ব্যবহৃত হয়। এরপর ইসম খবর আসে  এবং এগুলোতে ক্রিয়ার বর্তমান/ ভবিষ্যত রূ বসে।

বিলাল লিখতে শুরু করল

طَفِقَ بِلَالٌ يَكْتُبُ

বেলাল পাঠটি ব্যাখ্যা করতে শুরু করল

أَخَذَ بِلَالٌ يَشْرَحُ الْدَّرْسَ

আমি খেতে আরম্ভ করলাম

جَعَلْتُ آكُلُ

অতঃপর সে তাদের পা গলদেশ ছেদন করতে শুরু করল

فَطَفِقَ مَسْحًا بِالسُّوقِ وَالْأَعْنَاقِ

 

কোর্স বিষয়বস্তু

16 চ্যাপ্টার • 141 পাঠ

অধ্যায়-২৯
24 lessons

অধ্যায়-৩০
35 lessons