২০:১১৫

 

আদম আলাইহিস সালাম,

آدَمُ

৬:৭৪

 

ইবরাহিম (আ) এর পিতা

آزَرُ

৩:৬৮

 

ইবরাহীম আলাইহিস সালাম

إبْرَاهِيمُ

৮৯:৭

 

ইরাম, আদ জাতির পিতা

إرَمُ

১২:৬

 

ইসহাক

إسْحَاقُ

১৯:৫৮

 

আল্লাহর বান্দা, ইয়াকুব (আ) এর উপাধি

إسْرَائِيلُ

১৯:৫৪

 

ইসমাঈল আলাইহিস সালাম

إسْمَاعِيلُ

৬:৮৫

 

ইলিয়াস আলাইহিস সালাম,

إلْيَاسُ، إلْيَاسِينُ

৩৮:৪৮

 

আল ইয়াসা

اليَسَعُ

৫৭:২৭

 

ইঞ্জিল

الإنْجِيلُ

১৫:৭৮

 

আইকার অধিবাসী, বনবাসী, বনের অধিবাসী

أَيْكَةٌ

৩৮:৪১

 

আইয়ুব আলাইহিস সালাম

أَيُّوبُ

২:১০২

 

বাবেল: ফোরাত নদীর দুতীরে বিস্তীর্ণ খ্রীষ্টপূর্ব ৫৩৮ সনে ধ্বংসপ্রাপ্ত জাদুপ্রধান প্রাচীন শহর, ব্যাবিলন শহর

بَابِلُ

৩:১২৩

 

বদর প্রান্তর, বদর কূপ, দ্বিতীয় হি. ১৭ রমজান শুক্রবারে সংঘটিত প্রসিদ্ধ যুদ্ধের নাম

بَدْرٌ

৩৭:১২৫

 

মূর্তির নাম

بَعْلٌ

৩:৯৬

 

মক্কা নগরি

بَكَّةُ

৪৪:৩৭

 

ইয়ামনের তুব্বাবংশ

تُبَّعٌ

৩:৬৫

 

তাওরাত: মুসা আলাইহিস সালামের প্রতি অবতীর্ণ কিতাব, বাইবেল

التَوْرَاةُ

৮৩:২৭

 

তাসনীম: স্বর্গীয় জলপ্রপাত, জান্নাতি ফোয়ারা, অমৃতসুধা

تَسْنِيمٌ

১৭:৫৯

 

সালেহ আলাইহিস সালামের উম্মত

ثَمُودُ

২:২৫১

 

আমালিকার কাফের রাজা যাকে দাউদ আলাইহিস সালাম বাদশা তালুতের নেতৃত্বে হত্যা করেন

جَالُوتُ

২:৯৭

 

জিবরাইল, জিবরীল, রূহুল কুদুস আলাইহিস সালাম

جِبْرِيلُ

৬২:৯

 

মিলন দিবস, শুক্রবার, জুমার দিন

الجُمُعَةُ

১১:৪৪

 

সিরিয়ার পাহাড় বা উপত্যকা

الجُودِيُّ

৪৬:২১

 

বালুকাময় সুউচ্চ উপত্যকা

الأَحْقَافُ

৬১:৬

 

আহমাদ স., সর্বাধিক প্রশংসাকারী, অতিপ্রশংসিত

 

 

أَحْمَدُ

৪৮:২৯

 

মুহাম্মাদ স., প্রশংসিত, প্রশংসাযোগ্য, প্রশংসনীয়

مُحَمَّدٌ

৯:২৫

 

হুনাইন: মক্কার এক উপত্যকা

حُنَينٌ

৬১:১৪

 

ঈসা আলাইহিস সালামের সঙ্গীদের উপাধী, ধোপা, সাহায্যকারী

حَوَارِيٌّ ج حَوَارِيُّونَ

১৯:৭

 

ইয়াহইয়া ইবন যাকারিয়া আলাইহিমাস সালাম

يَحْيَى

২৭:১৬

 

দাউদ আলাইহিস সালাম

دَاوُدُ

১৯:৫৬

 

নবী ইদ্রীস আলাইহিস সালাম

إدْرِيسُ

৫০:১২

 

রস: উপত্যকার নাম, খনি, পুরাতন এক কূপের নাম

الرَسُّ

১৮:৯

 

লিখিত ফলক, প্রস্তরে খোদিত বিবরণ, রকীম: এক স্থানের নাম

الرَقِيمُ

২:১৮৫

 

রমজান : হিঃ নবম মাস, রোজার মাস

رَمَضَانُ

৩০:২

 

রোম নগরী, ইটালির রাজধানী, রোমান, ইটালিয়ান, গ্রীক

رُومٌ

২১:১০৫

 

জাবুর: দাউদ আলাইহিস সালামের উপর অবতীর্ণ কিতাব, ফলকে লিখিত কিতাব, গ্রন্থ, পুস্তক

الزَبُورُ

৩:৩৭

 

জাকারিয়া আলাইহিস সালাম

زَكَرِيَّا

৩৩:৩৭

 

জায়েদ রা.

زَيْدٌ

৩৪:১৫

 

ইয়ামনের সাবা সম্প্রদায়, সাবা শহর, সাবার অধিবাসী

سَبَأٌ

৮৩:৭

 

সিজ্জীন: পাপাত্মার বন্দীশালা, জাহান্নামের নিম্নতম স্থান

سِجِّينٌ

৭৬:১৮

 

সালসাবিল: জান্নাতের প্রবাহমাণ ঝরনা, স্বর্গপ্রপাত, স্বর্গচ্যানেল, বহমান প্রস্রবণ

سَلْسَبِيلٌ

আর তাদের কাছে পাঠিয়েছিলাম 'মান্না’ ও 'সালওয়া’ (৭:১৬০)

وَأَنزَلْنَا عَلَيْهِمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ

স্বর্গীয় পাখির ভুনা, জান্নাতি পাখির গোশত

السَلْوَى

আর সুলাইমান দাউদের উত্তরসুরি হলেন (২৭:১৬)

وَوَرِثَ سُلَيْمَانُ دَاوُودَ

সুলাইমান ইবন দাউদ আলাইহিস সালাম

سُلَيمَانُ

তবে তোমার কি বক্তব্য, হে সামিরী (২০:৯৫)

فَمَا خَطْبُكَ يَا سَامِرِيُّ

সামিরী: ইহুদী এক স্বর্ণকারের নাম, সামিরি বংশীয়

السَامِرِيُّ

আর পরিত্যাগ করো না ওয়াদকে, আর না সুওয়াকে (৭১:২২)

لَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا

দেবীর নাম

سُوَاعٌ

আর গাছ যা জন্মে সিনাই পাহাড়ে (২৩:২০)

وَشَجَرَةً تَخْرُجُ مِن طُورِ سَيْنَاءَ

সিরিয়ায় অবস্থিত তুর পর্বতের সিনাই উপত্যকা

سَيْنَاءُ

এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বত (৯৫:২)

وَطُورِ سِينِينَ

সিরিয়ায় অবস্থিত তুর পর্বতের সিনাই উপত্যকা

سِينِينُ

আর মাদয়ানবাসীদের নিকট তাদের ভাই শোআইবকে (৭:৮৫)

وَإِلَىٰ مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا

শুয়াইব আলাইহিস সালাম

شُعَيبٌ

নিঃসন্দেহ যারা ঈমান এনেছে ও যারা ইহুদী আর যারা সাবেঈন (৫:৬৯)

إِنَّ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ هَادُوا وَالصَّابِئُونَ

সাবেয়ী সম্প্রদায়

صَابِئٌ ج صَابِئُونَ

নিঃসন্দেহ সাফা ও মারওয়াহ্ আল্লাহ্‌র নিদর্শনসমূহের অন্যতম (২:১৫৮)

إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِن شَعَائِرِ اللَّـهِ

সাফা: মক্কার কঙ্করময় প্রসিদ্ধ পাহাড়

الصَفَا

তোমাদের জন্য তালুতকে রাজা করেছেন (২:২৪৭)

بَعَثَ لَكُمْ طَالُوتَ مَلِكًا

তলুত: বাদশার নাম

طَالُوتُ

তুমি অবশ্য পবিত্র উপত্যকা 'তুওয়া’তে রয়েছ (২০:১২)

إِنَّكَ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى

তুয়া: উপত্যকার নাম

طُوًى

আর উঁচু স্থানসমূহে থাকবে কিছু লোক যাঁরা সবাইকে চেনেন তাদের চিহ্নের দ্বারা (৭:৪৬)

وَعَلَى الْأَعْرَافِ رِجَالٌ يَعْرِفُونَ كُلًّا بِسِيمَاهُمْ

রাফ: জান্নাত-জাহান্নামের মাঝখান

الأَعْرَافُ

অতঃপর যখন ফিরে আসবে আরাফাত থেকে (২:১৯৮)

فَإِذَا أَفَضْتُم مِّنْ عَرَفَاتٍ

আরাফা ময়দান, পরিচয়স্থল

عَرَفَاتٌ

ইহুদীরা বলে ওযাইর আল্লাহর পুত্র (৯:৩০)

وَقَالَتِ الْيَهُودُ عُزَيْرٌ ابْنُ اللَّـهِ

উজাইর আলাইহিস সালাম

عُزَيْرٌ

তোমরা কি তবে ভেবে দেখেছ লাত ও 'উযযা সম্পর্কে (৫৩:১৯)

أَفَرَأَيْتُمُ اللَّاتَ وَالْعُزَّىٰ

মুশরিকদের শক্তিদেবী

العُزَّى

নিঃসন্দেহ ধর্মপরায়ণদের কর্মবিবরণী তো ইল্লিয়ীনে রয়েছে (৮৩:১৮)

إِنَّ كِتَابَ الْأَبْرَارِ لَفِي عِلِّيِّينَ

উচ্চতম স্থান, সর্বোচ্চ পর্যায়, উপর ওয়ালা

عِلِّيُّونَ

এমরানের স্ত্রী যখন বললো (৩:৩৫)

إِذْ قَالَتِ امْرَأَتُ عِمْرَانَ

ইমরান: মুসা আলাইহিস সালামের পিতা, ঈসা আলাইহিস সালামের নানা, অধিবাসী, আবাদকারী, বসবাসকারী, বসতি

عِمْرَانُ

আদ জাতির পরে তোমাদেরকে সর্দার করেছেন (৭:৭৪)

جَعَلَكُمْ خُلَفَاءَ مِن بَعْدِ عَادٍ

হুদ আলাইহিস সালামের সম্প্রদায়

عَادٌ

নিঃসন্দেহে মরিয়ম পুত্র মসীহ ঈসা আল্লাহর রসূল (৪:১৭১)

إِنَّمَا الْمَسِيحُ عِيسَى ابْنُ مَرْيَمَ رَسُولُ اللَّـهِ

ঈসা আলাইহিস সালাম

عِيسَى

আর ফিরআউন বললে -- ''সমস্ত ওস্তাদ জাদুকরকে আমার কাছে নিয়ে এস “(১০:৭৯)

وَقَالَ فِرْعَوْنُ ائْتُونِي بِكُلِّ سَاحِرٍ عَلِيمٍ

ফিরাউন: মিশররাজের উপাধি, ফারাও

فِرْعَوْنُ

নিঃসন্দেহ ক্কারূন ছিল মূসার স্বজাতিদের মধ্যেকার (২৮:৭৬)

إِنَّ قَارُونَ كَانَ مِن قَوْمِ مُوسَىٰ

কারূন

قَارُونُ

এ কোরআন আমার প্রতি অবর্তীর্ণ হয়েছে (৬:১৯)

وَأُوحِيَ إِلَيَّ هَـٰذَا الْقُرْآنُ

পাঠ করা, পঠিতব্য, বারবার পঠিতব্য গ্রন্থ, অবশ্যপাঠ্য

القُرْآنُ

কুরাইশদের নিরাপত্তার কারণে (১০৬:১)

لِإِيلَافِ قُرَيْشٍ

কুরাইশ: নবীজী স. এর বংশ

قُرَيْشٌ

আর তারা তোমাকে যুল্‌ক্কারনাইন সন্বন্ধে জিজ্ঞাসা করছে (১৮:৮৩)

وَيَسْأَلُونَكَ عَن ذِي الْقَرْنَيْنِ

যুল কারনাইন

ذُو القَرْنَيْنِ

আল্লাহ কাবাকে সম্মানিত গৃহ করেছেন (৫:৯৭)

جَعَلَ اللَّـهُ الْكَعْبَةَ الْبَيْتَ الْحَرَامَ

কাবা: বাইতুল্লাহ যা পৃথিবীর প্রথম সমুন্নত গৃহ

الكَعْبَةُ

লুকমান তাঁর ছেলেকে বললেন যখন তিনি তাকে উপদেশ দিচ্ছিলেন (৩১:১৩)

قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ

লোকমান হাকীম আলাইহিস সালাম

لُقْمَانُ

তোমরা কি তবে ভেবে দেখেছ লাত ও 'উযযা সম্পর্কে (৫৩:১৯)

أَفَرَأَيْتُمُ اللَّاتَ وَالْعُزَّىٰ

লাত মুর্তি

 

اللَاتُ

অতঃপর যখন প্রেরিতরা লূতের গৃহে পৌছল (১৫:৬১)

فَلَمَّا جَاءَ آلَ لُوطٍ الْمُرْسَلُونَ

লুত আলাইহিস সালাম

لُوْطٌ

আর তা বাবেলে হারূত ও মারূত এই দুই ফিরিশ্‌তার কাছে নাযিল হয় নি (২:১০২)

وَمَا أُنزِلَ عَلَى الْمَلَكَيْنِ بِبَابِلَ هَارُوتَ وَمَارُوتَ

মারুত: ব্যাবিলনের ফেরেশতা

مَارُوتُ

নিশ্চয়ই ইয়াজুজ ও মাজুজ জমিনে অশান্তি সৃষ্টি করে চলেছে (১৮:৯৪)

نَّ يَأْجُوجَ وَمَأْجُوجَ مُفْسِدُونَ فِي الْأَرْضِ

মাজুজ সম্প্রদায়

مَأْجُوجُ

যারা মুসলমান, যারা ইহুদী, সাবেয়ী, খ্রীষ্টান, অগ্নিপুজক (২২:১৭)

إِنَّ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ هَادُوا وَالصَّابِئِينَ وَالنَّصَارَىٰ وَالْمَجُوسَ

অগ্নি পূজক

الْمَجُوسُ

আমি মাদইয়ানের প্রতি তাদের ভাই শোয়ায়েবকে (৭:৮৫)

وَإِلَىٰ مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا

মাদইয়ান: হজরত শুয়াইব আলাইহিস সালামের শহর

مَدْيَنُ

নিঃসন্দেহ সাফা ও মারওয়াহ্ আল্লাহ্‌র নিদর্শনসমূহের অন্যতম (২:১৫৮)

إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِن شَعَائِرِ اللَّـهِ

মারওয়া: কাবার নিকটবর্তী একটি পাহাড়

المَرْوَةُ

এই কিতাবে মারইয়ামের কথা বর্ণনা করুন (১৯:১৬)

وَاذْكُرْ فِي الْكِتَابِ مَرْيَمَ

মারইয়াম আলাইহিস সালাম, মরিয়ম, মেরী

مَرْيَمُ

আমি কি অধিপতি নই মিসরের আর এই নদী গুলোর (৪৩:৫১)

أَلَيْسَ لِي مُلْكُ مِصْرَ وَهَـٰذِهِ الْأَنْهَارُ

মিসর: মিশরদেশ, শহর, নগর, গ্রাম, গুচ্ছগ্রাম, লোকালয়

مِصْرُ

তিনি মক্কা শহরে তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের থেকে নিবারিত করেছেন (৪৮:২৪)

كَفَّ أَيْدِيَهُمْ عَنكُمْ وَأَيْدِيَكُمْ عَنْهُم بِبَطْنِ مَكَّةَ

মক্কা শরীফ

مَكَّةُ

এবং তৃতীয় আরেকটি মানাত (৫৩:১৯)

وَمَنَاةَ الثَّالِثَةَ الْأُخْرَىٰ

মানাত: পাথরের মূর্তি, দেবী

مَنَاةُ

মূসাকে যেরূপ দেয়া হয়েছিল, তাকে সেরূপ দেয়া হল না কেন? (২৮:৪৮)

لَوْلَا أُوتِيَ مِثْلَ مَا أُوتِيَ مُوسَىٰ

মুসা আলাইহিস সালাম

مُوسَى

যে ব্যক্তি আল্লাহ তাঁর ফেরেশতা ও রসূলগণ এবং জিবরাঈল ও মিকাঈলের শত্রু হয় (২:৯৮)

مَن كَانَ عَدُوًّا لِّلَّـهِ وَمَلَائِكَتِهِ وَرُسُلِهِ وَجِبْرِيلَ وَمِيكَالَ

ফেরেশতা মীকাঈল আলাইহিস সালাম

مِيكَالُ

তোমরা পরিত্যাগ করো না ওয়াদ, সূয়া, ইয়াগুছ, ইয়াউক ও নসরকে  (৭১:২৩)

وَلَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا

নসর দেবতা, প্রতিমূর্তি

نَسْرٌ

নিশ্চয় যারা মুসলমান, যারা ইহুদী, ছাবেয়ী বা খ্রীষ্টান (৫:৬৯)

إِنَّ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ هَادُوا وَالصَّابِئُونَ وَالنَّصَارَىٰ

খৃষ্টান,

نَصْرَانِيٌّ ج نَصَارَى

নিশ্চয়ই আমি নূহকে প্রেরণ করেছিলাম তাঁর সম্প্রদায়ের প্রতি (৭১:১)

إِنَّا أَرْسَلْنَا نُوحًا إِلَىٰ قَوْمِهِ

নূহ আলাইহিস সালাম

نُوحٌ

আর তা বাবেলে হারূত ও মারূত এই দুই ফিরিশ্‌তার কাছে নাযিল হয় নি (২:১০২)

وَمَا أُنزِلَ عَلَى الْمَلَكَيْنِ بِبَابِلَ هَارُوتَ وَمَارُوتَ

হারুত: ফেরেশতার নাম

هَارُوتُ

হারুন তাদেরকে পুর্বেই বলেছিলেন  (২০:৯০)

قَالَ لَهُمْ هَارُونُ مِن قَبْلُ

হারূন আলাইহিস সালাম, যিনি মুসা আলাইহিস সালামের বড় ভাই

هَارُونُ

হে হামান, তুমি আমার জন্যে একটি সুউচ্চ প্রাসাদ নির্মাণ কর (৪০:৩৬)

يَا هَامَانُ ابْنِ لِي صَرْحًا

হামান: ফিরাউনের মন্ত্রী

هَامَانُ

আমার কি হল যে হুদহুদকে দেখছি না (২৭:২০)

مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ

হুদহুদ: পাখি বিশেষ

هُدْهُدُ

আদ সম্প্রদায়ের প্রতি তাদের ভাই হুদকে (৭:৬৫)

وَإِلَىٰ عَادٍ أَخَاهُمْ هُودًا

হুদ আলাইহিস সালাম: ইয়ামানের আদ সম্প্রদায়ে নবী

هُوْدٌ

তোমরা পরিত্যাগ করো না ওয়াদ, সূয়া, ইয়াগুছ, ইয়াউক ও নসরকে  (৭১:২৩)

وَلَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا

একটা দেবতা নাম

وَدٌّ

নিশ্চয়ই ইয়াজুজ ও মাজুজ জমিনে অশান্তি সৃষ্টি করে চলেছে (১৮:৯৪)

نَّ يَأْجُوجَ وَمَأْجُوجَ مُفْسِدُونَ فِي الْأَرْضِ

ইয়াজুজ সম্প্রদায়

يَأْجُوجُ

হে ইয়াছরিব-এর বাসিন্দারা! তোমাদের জন্য কোন স্থান নেই (৩৩:১৩)

يَا أَهْلَ يَثْرِبَ لَا مُقَامَ لَكُمْ

মদীনার নাম

يَثْرِبُ

আমি তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুব (১৯:৪৯)

وَهَبْنَا لَهُ إِسْحَاقَ وَيَعْقُوبَ

ইয়াকুব ইবন ইসহাক ইবন ইবরাহিম আলাইহিস সালাম

يَعْقُوبُ

তোমরা পরিত্যাগ করো না ওয়াদ, সূয়া, ইয়াগুছ, ইয়াউক ও নসরকে  (৭১:২৩)

وَلَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا

ইয়াউক: মূর্তির নাম

يَعُوقُ

তোমরা পরিত্যাগ করো না ওয়াদ, সূয়া, ইয়াগুছ, ইয়াউক ও নসরকে  (৭১:২৩)

وَلَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا

মূর্তির নাম

يَغُوثُ

নিশ্চয় যারা মুসলমান, যারা ইহুদী, ছাবেয়ী বা খ্রীষ্টান (৫:৬৯)

إِنَّ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ هَادُوا وَالصَّابِئُونَ وَالنَّصَارَىٰ

ইয়াহূদী

يَهُودِيٌّ ج يَهُود، هُودٌ

ইউসুফ ও তাঁর ভাইদের কাহিনীতে জিজ্ঞাসুদের জন্যে নিদর্শনাবলী রয়েছে (১২:৭)

لَّقَدْ كَانَ فِي يُوسُفَ وَإِخْوَتِهِ آيَاتٌ لِّلسَّائِلِينَ

ইউসুফ আলাইহিস সালাম

يُوسُفُ

আর ইউনুসও ছিলেন পয়গম্বরগণের অন্তর্ভুক্ত (৩৭:১৩৯)

وَإِنَّ يُونُسَ لَمِنَ الْمُرْسَلِينَ

ইউনুস আলাইহিস সালাম

 

يُونُسُ

কোর্স বিষয়বস্তু

11 চ্যাপ্টার • 79 পাঠ