তিনিই সৃষ্টিকে সূচনা করেছে অত:পর তাকে পুনরুজ্জীবিত করবেন (১০:৪)

إِنَّهُ يَبْدَأُ الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ

পুনরায় করা, ফিরিয়ে আনা

أَعَادَ-يُعِيدُ

তিনি কার্য পরিচালনা করেন (১০:৩)

يُدَبِّرُ الْأَمْرَ

পরিচালনা করা

دَبَّرَ-يُدَبِّرُ

অত:পর শপথ তাদের, যারা কর্মনির্বাহ করে (৭৯:৫)

فَالْمُدَبِّرَاتِ أَمْرًا

ব্যবস্থাপক ফেরেশতা, কার্যনির্বাহক

مُدَبِّرَةٌ ج مُدَبِّرَاتٌ

আর তার জন্য নির্ধারিত করেছেন অবস্থানসমূহ (১০:৫)

وَقَدَّرَهُ مَنَازِلَ

অবতরণস্থল, কক্ষপথসমুহ, মঞ্জিল

مَنْزِلٌ ج مَنَازِلُ

যাতে তোমরা জানতে পারো বৎসরের গণনা (১০:৫)

لِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ

গণনা

عَدَدٌ

তোমরা যা গণনা কর তাতে হাজার বছর (১৪:৩৫)

أَلْفَ سَنَةٍ مِّمَّا تَعُدُّونَ

গণ্য করা, গোনা, প্রস্তুত করা

عَدَّ-يَعُدُّ (عَدٌّ)

যে সম্পদ জমা করেছে এবং তা গুনে গুনে রাখছে (১০৪:২)

الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ

গুনে রাখা, গুনে গুনে রাখা, কৃপণতা করা

عَدَّدَ-يُعَدِّدُ

সেক্ষেত্রে তোমাদেরকে তাদের উপরে কোন মেয়াদ পূর্ণ করবার থাকবে না (৩৩:৪৯)

فَمَا لَكُمْ عَلَيْهِنَّ مِنْ عِدَّةٍ تَعْتَدُّونَهَا

গণনা করা, গুনে পূর্ণ করা, পরিসংখ্যান করা

اِعْتَدَّ-يَعْتِدُّ

সেক্ষেত্রে জিজ্ঞাসা করুন গণনাকারীদের (২৩:১১৩)

فَاسْأَلِ الْعَادِّينَ

গণনাকারী, হিসাবী, হিসাবকারী

عَادٌّ ج عَادُّونَ

তিনিই সেই যিনি তোমাদের ভ্রমণ করান স্থলে ও জলে (১০:২২)

هُوَ الَّذِي يُسَيِّرُكُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ

ভ্রমণ করানো

سَيَّرَ-يُسَيِّرُ

মহিমান্বিত তিনি যিনি তাঁর বান্দাকে করিয়েছিলেন নৈশভ্রমণ রাতারাতি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা (১৭:১)

سُبْحَانَ الَّذِي أَسْرَىٰ بِعَبْدِهِ لَيْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى

রাতে ভ্রমণ করানো

أَسْرَى-يُسْرِي

আর এটি তাদের নিয়ে চললো পাহাড়ের মত ঢেউয়ের মধ্য দিয়ে (১১:৪২)

وَهِيَ تَجْرِي بِهِمْ فِي مَوْجٍ كَالْجِبَالِ

ঢেউ

مَوْجٌ

আর সেই দিন আমরা তাদের এক দলকে অন্য দলের ভিতর ঢেউ খেলিয়ে ছেড়ে দেব (১৮:৯৯)

وَتَرَكْنَا بَعْضَهُمْ يَوْمَئِذٍ يَمُوجُ فِي بَعْضٍ

ঢেউ খেলা, তরঙ্গিত হওয়া, তরঙ্গবিক্ষুব্ধ হওয়া,

مَاجَ-يَمُوجُ

আমাদের আদেশ এর উপরে এসে পড়ে রাতে অথবা দিনে, ফলে আমরা একে পরিনত করি শস্যকর্তিত অবস্থায় (১০:২৪)

أَتَاهَا أَمْرُنَا لَيْلًا أَوْ نَهَارًا فَجَعَلْنَاهَا حَصِيدًا

কর্তিত ফসল, আহরণযোগ্য ফসল, শস্যকর্তিত জমিন

حَصِيدٌ

অত:পর সকালে তা হয়ে গেল শস্যকর্তিত ক্ষেত (৬৮:২০)

فَأَصْبَحَتْ كَالصَّرِيمِ

কাটা ফসল, কর্তিত ফসল, শস্যকর্তিত ক্ষেত

صَرِيمٌ

যেন গতকালও তার কোন প্রাচুর্য ছিল না (১০:২৪)

كَأَن لَّمْ تَغْنَ بِالْأَمْسِ

গতকাল, অতীত

أَمْسِ

আর প্রত্যেকেই ভাবুক সে কী অগ্রবর্তী করিয়েছে আগামীকালের জন্য (৫৯:১৮)

وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ

আগামীকাল

غَدًا

অতএব তারা যখন আপনার কাছে অবকাশ চায় তাদের কোন পরিস্থিতির জন্য (২৪:৬২)

فَإِذَا اسْتَأْذَنُوكَ لِبَعْضِ شَأْنِهِمْ

অবস্থা

شَأْنٌ

এবং তাদের অবস্থাকে সংহত করে দেন (৪৭:২)

وَأَصْلَحَ بَالَهُمْ

অবস্থা, দশা

بَالٌ

আমি এখনি একে পূর্বাবস্থায় ফিরিয়ে দেব (২০:২১)

سَنُعِيدُهَا سِيرَتَهَا الْأُولَىٰ

জীবন চরিত, স্বভাব, চরিত্র, প্রকৃতি

سِيْرَةٌ

তবে তোমার ব্যাপারটা কি, হে সামিরী? (২০:৯৫)

فَمَا خَطْبُكَ يَا سَامِرِيُّ

অবস্থা, দশা, কাজ, বিষয়

خَطْبٌ

কোর্স বিষয়বস্তু

11 চ্যাপ্টার • 79 পাঠ