الواقعة

সূরা আল ওয়াক্বিয়া

Surah Al-Waqi-a

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

৬১

এ ব্যাপারে যে, তোমাদের পরিবর্তে তোমাদের মত লোককে নিয়ে আসি এবং তোমাদেরকে এমন করে দেই, যা তোমরা জান না।

৬২

তোমরা অবগত হয়েছ প্রথম সৃষ্টি সম্পর্কে, তবে তোমরা অনুধাবন কর না কেন?

৬৩

তোমরা যে বীজ বপন কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?

৬৪

তোমরা তাকে উৎপন্ন কর, না আমি উৎপন্নকারী ?

৬৫

আমি ইচ্ছা করলে তাকে খড়কুটা করে দিতে পারি, অতঃপর হয়ে যাবে তোমরা বিস্ময়াবিষ্ট।

৬৬

বলবেঃ আমরা তোণের চাপে পড়ে গেলাম;

৬৭

বরং আমরা হূত সর্বস্ব হয়ে পড়লাম।

৬৮

তোমরা যে পানি পান কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?

৬৯

তোমরা তা মেঘ থেকে নামিয়ে আন, না আমি বর্ষন করি?

৭০

আমি ইচ্ছা করলে তাকে লোনা করে দিতে পারি, অতঃপর তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ কর না?