( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )
তবুও কি তোমরা এই বাণীর প্রতি শৈথিল্য পদর্শন করবে?
এবং একে মিথ্যা বলাকেই তোমরা তোমাদের ভূমিকায় পরিণত করবে?
অতঃপর যখন কারও প্রাণ কন্ঠাগত হয়।
এবং তোমরা তাকিয়ে থাক,
তখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটে থাকি; কিন্তু তোমরা দেখ না।
যদি তোমাদের হিসাব-কিতাব না হওয়াই ঠিক হয়,
তবে তোমরা এই আত্মাকে ফিরাও না কেন, যদি তোমরা সত্যবাদী হও ?
যদি সে নৈকট্যশীলদের একজন হয়;
তবে তার জন্যে আছে সুখ, উত্তম রিযিক এবং নেয়ামতে ভরা উদ্যান।
আর যদি সে ডান পার্শ্বস্থদের একজন হয়,