النجم

সূরা আন-নাজম

Surah An-Najm

(Click on arabic word to see details / শব্দের বিশ্লেষণ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন)

নক্ষত্রের কসম, যখন অস্তমিত হয়।

তোমাদের সংগী পথভ্রষ্ট হননি এবং বিপথগামীও হননি।

এবং প্রবৃত্তির তাড়নায় কথা বলেন না।

কোরআন ওহী, যা প্রত্যাদেশ হয়।

তাঁকে শিক্ষা দান করে এক শক্তিশালী ফেরেশতা,

সহজাত শক্তিসম্পন্ন, সে নিজ আকৃতিতে প্রকাশ পেল।

উর্ধ্ব দিগন্তে,

অতঃপর নিকটবর্তী হল ও ঝুলে গেল।

তখন দুই ধনুকের ব্যবধান ছিল অথবা আরও কম।

১০

তখন আল্লাহ তাঁর দাসের প্রতি যা প্রত্যাদেশ করবার, তা প্রত্যাদেশ করলেন।