الانشقاق

সূরা আল ইনশিক্বাক্ব

Surah Al-Inshiqaq

(Click on arabic word to see details / শব্দের বিশ্লেষণ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন)

যখন আকাশ বিদীর্ণ হবে,

ও তার পালনকর্তার আদেশ পালন করবে এবং আকাশ এরই উপযুক্ত

এবং যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে।

এবং পৃথিবী তার গর্ভস্থিত সবকিছু বাইরে নিক্ষেপ করবে ও শুন্যগর্ভ হয়ে যাবে।

এবং তার পালনকর্তার আদেশ পালন করবে এবং পৃথিবী এরই উপযুক্ত।

হে মানুষ, তোমাকে তোমরা পালনকর্তা পর্যন্ত পৌছতে কষ্ট স্বীকার করতে হবে, অতঃপর তার সাক্ষাৎ ঘটবে।

যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে

তার হিসাব-নিকাশ সহজে হয়ে যাবে

এবং সে তার পরিবার-পরিজনের কাছে হৃষ্টচিত্তে ফিরে যাবে

১০

এবং যাকে তার আমলনামা পিঠের পশ্চাদ্দিক থেকে দেয়া, হবে,