الغاشية

সূরা আল গাশিয়াহ

Surah Al-Gashiya

(Click on arabic word to see details / শব্দের বিশ্লেষণ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন)

আপনার কাছে আচ্ছন্নকারী কেয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি?

অনেক মুখমন্ডল সেদিন হবে লাঞ্ছিত,

ক্লিষ্ট, ক্লান্ত।

তারা জ্বলন্ত আগুনে পতিত হবে।

তাদেরকে ফুটন্ত নহর থেকে পান করানো হবে।

কন্টকপূর্ণ ঝাড় ব্যতীত তাদের জন্যে কোন খাদ্য নেই।

এটা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধায়ও উপকার করবে না।

অনেক মুখমন্ডল সেদিন হবে, সজীব,

তাদের কর্মের কারণে সন্তুষ্ট।

১০

তারা থাকবে, সুউচ্চ জান্নাতে।