উদ্বোধনী ছাড় | উদ্বোধনী ছাড় ১৫ %

الطارق

সূরা আত্ব-তারিক্ব

Surah At-Tariq

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর।

By the heaven, and At-Tariq (the night-comer, i.e. the bright star);

আপনি জানেন, যে রাত্রিতে আসে সেটা কি?

And what will make you to know what At-Tariq (night-comer) is?

সেটা এক উজ্জ্বল নক্ষত্র।

(It is) the star of piercing brightness;

প্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছে।

There is no human being but has a protector over him (or her) (i.e. angels incharge of each human being guarding him, writing his good and bad deeds, etc.)

অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে।

So let man see from what he is created!

সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে।

He is created from a water gushing forth.

এটা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে।

Proceeding from between the back-bone and the ribs,

নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম।

Verily, (Allah) is Able to bring him back (to life)!

যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে,

The Day when all the secrets (deeds, prayers, fasting, etc.) will be examined (as to their truth).

১০

সেদিন তার কোন শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না।

Then will (man) have no power, nor any helper.