الضحى

সূরা আদ্ব-দ্বোহা

Surah Adh-Dhuha

(Click on arabic word to see details / শব্দের বিশ্লেষণ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন)

শপথ পূর্বাহ্নের,

শপথ রাত্রির যখন তা গভীর হয়,

আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপও হননি।

আপনার জন্যে পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়।

আপনার পালনকর্তা সত্বরই আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন।

তিনি কি আপনাকে এতীমরূপে পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।

তিনি আপনাকে পেয়েছেন পথহারা, অতঃপর পথপ্রদর্শন করেছেন।

তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব, অতঃপর অভাবমুক্ত করেছেন।

সুতরাং আপনি এতীমের প্রতি কঠোর হবেন না;

১০

সওয়ালকারীকে ধমক দেবেন না।