উদ্বোধনী ছাড় | উদ্বোধনী ছাড় ১৫ %

البروج

সূরা আল বুরূজ

Surah Al-Buruj

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

শপথ গ্রহ-নক্ষত্র শোভিত আকাশের,

By the heaven, holding the big stars.

এবং প্রতিশ্রুত দিবসের,

And by the Promised Day (i.e. the Day of Resurrection);

এবং সেই দিবসের, যে উপস্থিত হয় ও যাতে উপস্থিত হয়

And by the witnessing day (i.e. Friday), and by the witnessed day [i.e. the day of 'Arafat (Hajj) the ninth of Dhul-Hijjah];

অভিশপ্ত হয়েছে গর্ত ওয়ালারা অর্থাৎ,

Cursed were the people of the ditch (the story of the Boy and the King).

অনেক ইন্ধনের অগ্নিসংযোগকারীরা;

Fire supplied (abundantly) with fuel,

যখন তারা তার কিনারায় বসেছিল।

When they sat by it (fire),

এবং তারা বিশ্বাসীদের সাথে যা করেছিল, তা নিরীক্ষণ করছিল।

And they witnessed what they were doing against the believers (i.e. burning them).

তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে, তারা প্রশংসিত, পরাক্রান্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল,

They had nothing against them, except that they believed in Allah, the All-Mighty, Worthy of all Praise!

যিনি নভোমন্ডল ও ভূমন্ডলের ক্ষমতার মালিক, আল্লাহর সামনে রয়েছে সবকিছু।

Who, to Whom belongs the dominion of the heavens and the earth! And Allah is Witness over everything.

১০

যারা মুমিন পুরুষ ও নারীকে নিপীড়ন করেছে, অতঃপর তওবা করেনি, তাদের জন্যে আছে জাহান্নামের শাস্তি, আর আছে দহন যন্ত্রণা,

Verily, those who put into trial the believing men and believing women (by torturing them and burning them), and then do not turn in repentance, (to Allah), will have the torment of Hell, and they will have the punishment of the burning Fire.