(Click on arabic word to see details / শব্দের বিশ্লেষণ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন)
শপথ গ্রহ-নক্ষত্র শোভিত আকাশের,
এবং প্রতিশ্রুত দিবসের,
এবং সেই দিবসের, যে উপস্থিত হয় ও যাতে উপস্থিত হয়
অভিশপ্ত হয়েছে গর্ত ওয়ালারা অর্থাৎ,
অনেক ইন্ধনের অগ্নিসংযোগকারীরা;
যখন তারা তার কিনারায় বসেছিল।
এবং তারা বিশ্বাসীদের সাথে যা করেছিল, তা নিরীক্ষণ করছিল।
তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এ কারণে যে, তারা প্রশংসিত, পরাক্রান্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল,
যিনি নভোমন্ডল ও ভূমন্ডলের ক্ষমতার মালিক, আল্লাহর সামনে রয়েছে সবকিছু।
যারা মুমিন পুরুষ ও নারীকে নিপীড়ন করেছে, অতঃপর তওবা করেনি, তাদের জন্যে আছে জাহান্নামের শাস্তি, আর আছে দহন যন্ত্রণা,