উদ্বোধনী ছাড় | উদ্বোধনী ছাড় ১৫ %

المعارج

সূরা আল মা’আরিজ

Surah Al-Ma-arij

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

একব্যক্তি চাইল, সেই আযাব সংঘটিত হোক যা অবধারিত-

A questioner asked concerning a torment about to befall

কাফেরদের জন্যে, যার প্রতিরোধকারী কেউ নেই।

Upon the disbelievers, which none can avert,

তা আসবে আল্লাহ তা’আলার পক্ষ থেকে, যিনি সমুন্নত মর্তবার অধিকারী।

From Allah, the Lord of the ways of ascent.

ফেরেশতাগণ এবং রূহ আল্লাহ তাআলার দিকে উর্ধ্বগামী হয় এমন একদিনে, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর।

The angels and the Ruh [Jibrael (Gabriel)] ascend to Him in a Day the measure whereof is fifty thousand years,

অতএব, আপনি উত্তম সবর করুন।

So be patient (O Muhammad SAW), with a good patience.

তারা এই আযাবকে সুদূরপরাহত মনে করে,

Verily! They see it (the torment) afar off,

আর আমি একে আসন্ন দেখছি।

But We see it (quite) near.

সেদিন আকাশ হবে গলিত তামার মত।

The Day that the sky will be like the boiling filth of oil, (or molten copper or silver or lead, etc.).

এবং পর্বতসমূহ হবে রঙ্গীন পশমের মত,

And the mountains will be like flakes of wool,

১০

বন্ধু বন্ধুর খবর নিবে না।

And no friend will ask of a friend,