(Click on arabic word to see details / শব্দের বিশ্লেষণ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন)
একব্যক্তি চাইল, সেই আযাব সংঘটিত হোক যা অবধারিত-
কাফেরদের জন্যে, যার প্রতিরোধকারী কেউ নেই।
তা আসবে আল্লাহ তা’আলার পক্ষ থেকে, যিনি সমুন্নত মর্তবার অধিকারী।
ফেরেশতাগণ এবং রূহ আল্লাহ তাআলার দিকে উর্ধ্বগামী হয় এমন একদিনে, যার পরিমাণ পঞ্চাশ হাজার বছর।
অতএব, আপনি উত্তম সবর করুন।
তারা এই আযাবকে সুদূরপরাহত মনে করে,
আর আমি একে আসন্ন দেখছি।
সেদিন আকাশ হবে গলিত তামার মত।
এবং পর্বতসমূহ হবে রঙ্গীন পশমের মত,
বন্ধু বন্ধুর খবর নিবে না।