উদ্বোধনী ছাড় | উদ্বোধনী ছাড় ১৫ %

الرحمن

সূরা আর রহমান

Surah Ar-Rahman

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

করুনাময় আল্লাহ।

The Most Beneficent (Allah)!

শিক্ষা দিয়েছেন কোরআন,

Has taught (you mankind) the Quran (by His Mercy).

সৃষ্টি করেছেন মানুষ,

He created man.

তাকে শিখিয়েছেন বর্ণনা।

He taught him eloquent speech.

সূর্য ও চন্দ্র হিসাবমত চলে।

The sun and the moon run on their fixed courses (exactly) calculated with measured out stages for each (for reckoning, etc.).

এবং তৃণলতা ও বৃক্ষাদি সেজদারত আছে।

And the herbs (or stars) and the trees both prostrate.

তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলাদন্ড।

And the heaven He has raised high, and He has set up the Balance.

যাতে তোমরা সীমালংঘন না কর তুলাদন্ডে।

In order that you may not transgress (due) balance.

তোমরা ন্যায্য ওজন কায়েম কর এবং ওজনে কম দিয়ো না।

And observe the weight with equity and do not make the balance deficient.

১০

তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্টজীবের জন্যে।

And the earth He has put for the creatures.