(Click on arabic word to see details / শব্দের বিশ্লেষণ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন)
করুনাময় আল্লাহ।
শিক্ষা দিয়েছেন কোরআন,
সৃষ্টি করেছেন মানুষ,
তাকে শিখিয়েছেন বর্ণনা।
সূর্য ও চন্দ্র হিসাবমত চলে।
এবং তৃণলতা ও বৃক্ষাদি সেজদারত আছে।
তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলাদন্ড।
যাতে তোমরা সীমালংঘন না কর তুলাদন্ডে।
তোমরা ন্যায্য ওজন কায়েম কর এবং ওজনে কম দিয়ো না।
তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্টজীবের জন্যে।