النبا

সূরা আন-নাবা

Surah An-Nabaa

(Click on arabic word to see details / শব্দের বিশ্লেষণ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন)

তারা পরস্পরে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে?

মহা সংবাদ সম্পর্কে,

যে সম্পর্কে তারা মতানৈক্য করে।

না, সত্ত্বরই তারা জানতে পারবে,

অতঃপর না, সত্বর তারা জানতে পারবে।

আমি কি করিনি ভূমিকে বিছানা

এবং পর্বতমালাকে পেরেক?

আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি,

তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী,

১০

রাত্রিকে করেছি আবরণ।