(Click on arabic word to see details / শব্দের বিশ্লেষণ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন)
প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে,
এমনকি, তোমরা কবরস্থানে পৌছে যাও।
এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।
অতঃপর এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।
কখনই নয়; যদি তোমরা নিশ্চিত জানতে।
তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে,
অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে,
এরপর অবশ্যই সেদিন তোমরা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।