(Click on arabic word to see details / শব্দের বিশ্লেষণ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন)
মুমিনগণ সফলকাম হয়ে গেছে,
যারা নিজেদের নামাযে বিনয়-নম্র;
যারা অনর্থক কথা-বার্তায় নির্লিপ্ত,
যারা যাকাত দান করে থাকে
এবং যারা নিজেদের যৌনাঙ্গকে সংযত রাখে।
তবে তাদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসীদের ক্ষেত্রে সংযত না রাখলে তারা তিরস্কৃত হবে না।
অতঃপর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারা সীমালংঘনকারী হবে।
এবং যারা আমানত ও অঙ্গীকার সম্পর্কে হুশিয়ার থাকে।
এবং যারা তাদের নামাযসমূহের খবর রাখে।
তারাই উত্তরাধিকার লাভ করবে।