( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )
কসম তূরপর্বতের,
By the Mount;
এবং লিখিত কিতাবের,
And by the Book Inscribed.
প্রশস্ত পত্রে,
In parchment unrolled.
কসম বায়তুল-মামুর তথা আবাদ গৃহের,
And by the Bait-ul-Ma'mur (the house over the heavens parable to the Ka'bah at Makkah, continuously visited by the angels);
এবং সমুন্নত ছাদের,
And by the roof raised high (i.e. the heaven).
এবং উত্তাল সমুদ্রের,
And by the sea kept filled (or it will be fire kindled on the Day of Resurrection).
আপনার পালনকর্তার শাস্তি অবশ্যম্ভাবী,
Verily, the Torment of your Lord will surely come to pass,
তা কেউ প্রতিরোধ করতে পারবে না।
There is none that can avert it;
সেদিন আকাশ প্রকম্পিত হবে প্রবলভাবে।
On the Day when the heaven will shake with a dreadful shaking,
এবং পর্বতমালা হবে চলমান,
And the mountains will move away with a (horrible) movement.