(Click on arabic word to see details / শব্দের বিশ্লেষণ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন)
শপথ সেই ফেরেশতাগণের, যারা ডুব দিয়ে আত্মা উৎপাটন করে,
শপথ তাদের, যারা আত্মার বাঁধন খুলে দেয় মৃদুভাবে;
শপথ তাদের, যারা সন্তরণ করে দ্রুতগতিতে,
শপথ তাদের, যারা দ্রুতগতিতে অগ্রসর হয় এবং
শপথ তাদের, যারা সকল কর্মনির্বাহ করে, কেয়ামত অবশ্যই হবে।
যেদিন প্রকম্পিত করবে প্রকম্পিতকারী,
অতঃপর পশ্চাতে আসবে পশ্চাদগামী;
সেদিন অনেক হৃদয় ভীত-বিহবল হবে।
তাদের দৃষ্টি নত হবে।
তারা বলেঃ আমরা কি উলটো পায়ে প্রত্যাবর্তিত হবই-