عبس

সূরা আবাসা

Surah Abasa

(Click on arabic word to see details / শব্দের বিশ্লেষণ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন)

তিনি ভ্রূকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন।

কারণ, তাঁর কাছে এক অন্ধ আগমন করল।

আপনি কি জানেন, সে হয়তো পরিশুদ্ধ হত,

অথবা উপদেশ গ্রহণ করতো এবং উপদেশ তার উপকার হত।

পরন্তু যে বেপরোয়া,

আপনি তার চিন্তায় মশগুল।

সে শুদ্ধ না হলে আপনার কোন দোষ নেই।

যে আপনার কাছে দৌড়ে আসলো

এমতাবস্থায় যে, সে ভয় করে,

১০

আপনি তাকে অবজ্ঞা করলেন।