الذاريات

সূরা আয-যারিয়াত

Surah Az-Zariyat

(Click on arabic word to see details / শব্দের বিশ্লেষণ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন)

কসম ঝঞ্ঝাবায়ুর।

অতঃপর বোঝা বহনকারী মেঘের।

অতঃপর মৃদু চলমান জলযানের,

অতঃপর কর্ম বন্টনকারী ফেরেশতাগণের,

তোমাদের প্রদত্ত ওয়াদা অবশ্যই সত্য।

ইনসাফ অবশ্যম্ভাবী।

পথবিশিষ্ট আকাশের কসম,

তোমরা তো বিরোধপূর্ণ কথা বলছ।

যে ভ্রষ্ট, সেই এ থেকে মুখ ফিরায়,

১০

অনুমানকারীরা ধ্বংস হোক,