( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )
কসম ঝঞ্ঝাবায়ুর।
By (the winds) that scatter dust.
অতঃপর বোঝা বহনকারী মেঘের।
And (the clouds) that bear heavy weight of water;
অতঃপর মৃদু চলমান জলযানের,
And (the ships) that float with ease and gentleness;
অতঃপর কর্ম বন্টনকারী ফেরেশতাগণের,
And those (angels) who distribute (provisions, rain, and other blessings) by (Allah's) Command;
তোমাদের প্রদত্ত ওয়াদা অবশ্যই সত্য।
Verily, that which you are promised (i.e. Resurrection in the Hereafter and receiving the reward or punishment of good or bad deeds, etc.) is surely true.
ইনসাফ অবশ্যম্ভাবী।
And verily, the Recompense is sure to happen.
পথবিশিষ্ট আকাশের কসম,
By the heaven full of paths,
তোমরা তো বিরোধপূর্ণ কথা বলছ।
Certainly, you have different ideas (about Muhammad SAW and the Quran).
যে ভ্রষ্ট, সেই এ থেকে মুখ ফিরায়,
Turned aside therefrom (i.e. from Muhammad SAW and the Quran) is he who is turned aside (by the Decree and Preordainment of Allah).
অনুমানকারীরা ধ্বংস হোক,
Cursed be the liars,