উদ্বোধনী ছাড় | উদ্বোধনী ছাড় ১৫ %

الاعلى

সূরা আল আ’লা

Surah Al-A-la

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন

Glorify the Name of your Lord, the Most High,

যিনি সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন।

Who has created (everything), and then proportioned it;

এবং যিনি সুপরিমিত করেছেন ও পথ প্রদর্শন করেছেন

And Who has measured (preordainments for each and everything even to be blessed or wretched); then guided (i.e. showed mankind the right as well as wrong paths, and guided the animals to pasture);

এবং যিনি তৃণাদি উৎপন্ন করেছেন,

And Who brings out the pasturage,

অতঃপর করেছেন তাকে কাল আবর্জনা।

And then makes it dark stubble.

আমি আপনাকে পাঠ করাতে থাকব, ফলে আপনি বিস্মৃত হবেন না

We shall make you to recite (the Quran), so you (O Muhammad (Peace be upon him)) shall not forget (it),

আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত। নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য ও গোপন বিষয়।

Except what Allah, may will, He knows what is apparent and what is hidden.

আমি আপনার জন্যে সহজ শরীয়ত সহজতর করে দেবো।

And We shall make easy for you (O Muhammad (Peace be upon him)) the easy way (i.e. the doing of righteous deeds).

উপদেশ ফলপ্রসূ হলে উপদেশ দান করুন,

Therefore remind (men) in case the reminder profits (them).

১০

যে ভয় করে, সে উপদেশ গ্রহণ করবে,

The reminder will be received by him who fears (Allah),