( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )
তোমরা যে অগ্নি প্রজ্জ্বলিত কর, সে সম্পর্কে ভেবে দেখেছ কি?
তোমরা কি এর বৃক্ষ সৃষ্টি করেছ, না আমি সৃষ্টি করেছি ?
আমি সেই বৃক্ষকে করেছি স্মরণিকা এবং মরুবাসীদের জন্য সামগ্রী।
অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন।
অতএব, আমি তারকারাজির অস্তাচলের শপথ করছি,
নিশ্চয় এটা এক মহা শপথ-যদি তোমরা জানতে।
নিশ্চয় এটা সম্মানিত কোরআন,
যা আছে এক গোপন কিতাবে,
যারা পাক-পবিত্র, তারা ব্যতীত অন্য কেউ একে স্পর্শ করবে না।
এটা বিশ্ব-পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ।