( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )
তবে তাকে বলা হবেঃ তোমার জন্যে ডানপার্শ্বসস্থদের পক্ষ থেকে সালাম।
Then there is safety and peace (from the Punishment of Allah) for (you as you are from) those on the Right Hand.
আর যদি সে পথভ্রষ্ট মিথ্যারোপকারীদের একজন হয়,
But if he (the dying person) be of the denying (of the Resurrection), the erring (away from the Right Path of Islamic Monotheism),
তবে তার আপ্যায়ন হবে উত্তপ্ত পানি দ্বারা।
Then for him is entertainment with boiling water.
এবং সে নিক্ষিপ্ত হবে অগ্নিতে।
And burning in Hell-fire.
এটা ধ্রুব সত্য।
Verily, this! This is an absolute Truth with certainty.
অতএব, আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করুন।
So glorify with praises the Name of your Lord, the Most Great.