( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )
যখন কিয়ামতের ঘটনা ঘটবে,
যার বাস্তবতায় কোন সংশয় নেই।
এটা নীচু করে দেবে, সমুন্নত করে দেবে।
যখন প্রবলভাবে প্রকম্পিত হবে পৃথিবী।
এবং পর্বতমালা ভেঙ্গে চুরমার হয়ে যাবে।
অতঃপর তা হয়ে যাবে উৎক্ষিপ্ত ধূলিকণা।
এবং তোমরা তিনভাবে বিভক্ত হয়ে পড়বে।
যারা ডান দিকে, কত ভাগ্যবান তারা।
এবং যারা বামদিকে, কত হতভাগা তারা।
অগ্রবর্তীগণ তো অগ্রবর্তীই।