( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )
এবং রুচিমত পাখীর মাংস নিয়ে।
তথায় থাকবে আনতনয়না হুরগণ,
আবরণে রক্ষিত মোতির ন্যায়,
তারা যা কিছু করত, তার পুরস্কারস্বরূপ।
তারা তথায় অবান্তর ও কোন খারাপ কথা শুনবে না।
কিন্তু শুনবে সালাম আর সালাম।
যারা ডান দিকে থাকবে, তারা কত ভাগ্যবান।
তারা থাকবে কাঁটাবিহীন বদরিকা বৃক্ষে।
এবং কাঁদি কাঁদি কলায়,
এবং দীর্ঘ ছায়ায়।