( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )
এবং প্রবাহিত পানিতে,
By water flowing constantly,
ও প্রচুর ফল-মূলে,
And fruit in plenty,
যা শেষ হবার নয় এবং নিষিদ্ধ ও নয়,
Whose season is not limited, and their supply will not be cut off,
আর থাকবে সমুন্নত শয্যায়।
And on couches or thrones, raised high.
আমি জান্নাতী রমণীগণকে বিশেষরূপে সৃষ্টি করেছি।
Verily, We have created them (maidens) of special creation.
অতঃপর তাদেরকে করেছি চিরকুমারী।
And made them virgins.
কামিনী, সমবয়স্কা।
Loving (their husbands only), equal in age.
ডান দিকের লোকদের জন্যে।
For those on the Right Hand.
তাদের একদল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে।
A multitude of those (on the Right Hand) will be from the first generation (who embraced Islam).
এবং একদল পরবর্তীদের মধ্য থেকে।
And a multitude of those (on the Right Hand) will be from the later times (generations).