الواقعة

সূরা আল ওয়াক্বিয়া

Surah Al-Waqi-a

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

৩১

এবং প্রবাহিত পানিতে,

৩২

ও প্রচুর ফল-মূলে,

৩৩

যা শেষ হবার নয় এবং নিষিদ্ধ ও নয়,

৩৪

আর থাকবে সমুন্নত শয্যায়।

৩৫

আমি জান্নাতী রমণীগণকে বিশেষরূপে সৃষ্টি করেছি।

৩৬

অতঃপর তাদেরকে করেছি চিরকুমারী।

৩৭

কামিনী, সমবয়স্কা।

৩৮

ডান দিকের লোকদের জন্যে।

৩৯

তাদের একদল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে।

৪০

এবং একদল পরবর্তীদের মধ্য থেকে।