( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )
এবং প্রবাহিত পানিতে,
ও প্রচুর ফল-মূলে,
যা শেষ হবার নয় এবং নিষিদ্ধ ও নয়,
আর থাকবে সমুন্নত শয্যায়।
আমি জান্নাতী রমণীগণকে বিশেষরূপে সৃষ্টি করেছি।
অতঃপর তাদেরকে করেছি চিরকুমারী।
কামিনী, সমবয়স্কা।
ডান দিকের লোকদের জন্যে।
তাদের একদল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে।
এবং একদল পরবর্তীদের মধ্য থেকে।