الشعراء

সূরা আশ-শো’আরা

Surah Ash-Shu-araa

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

১৯১

নিশ্চয় আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।

১৯২

এই কোরআন তো বিশ্ব-জাহানের পালনকর্তার নিকট থেকে অবতীর্ণ।

১৯৩

বিশ্বস্ত ফেরেশতা একে নিয়ে অবতরণ করেছে।

১৯৪

আপনার অন্তরে, যাতে আপনি ভীতি প্রদর্শণকারীদের অন্তর্ভুক্ত হন,

১৯৫

সুস্পষ্ট আরবী ভাষায়।

১৯৬

নিশ্চয় এর উল্লেখ আছে পূর্ববর্তী কিতাবসমূহে।

১৯৭

তাদের জন্যে এটা কি নিদর্শন নয় যে, বনী-ইসরাঈলের আলেমগণ এটা অবগত আছে?

১৯৮

যদি আমি একে কোন ভিন্নভাষীর প্রতি অবতীর্ণ করতাম,

১৯৯

অতঃপর তিনি তা তাদের কাছে পাঠ করতেন, তবে তারা তাতে বিশ্বাস স্থাপন করত না।

২০০

এমনিভাবে আমি গোনাহগারদের অন্তরে অবিশ্বাস সঞ্চার করেছি।