উদ্বোধনী ছাড় | উদ্বোধনী ছাড় ১৫ %

الشعراء

সূরা আশ-শো’আরা

Surah Ash-Shu-araa

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

১৭১

এক বৃদ্ধা ব্যতীত, সে ছিল ধ্বংস প্রাপ্তদের অন্তর্ভুক্ত।

Except an old woman (his wife) among those who remained behind.

১৭২

এরপর অন্যদেরকে নিপাত করলাম।

Then afterward We destroyed the others.

১৭৩

তাদের উপর এক বিশেষ বৃষ্টি বর্ষণ করলাম। ভীতি-প্রদর্শিত দের জন্যে এই বৃষ্টি ছিল কত নিকৃষ্ট।

And We rained on them a rain (of torment). And how evil was the rain of those who had been warned.

১৭৪

নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে; কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।

Verily, in this is indeed a sign, yet most of them are not believers.

১৭৫

নিশ্চয়ই আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।

And verily! Your Lord, He is indeed the All-Mighty, the Most Merciful.

১৭৬

বনের অধিবাসীরা পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।

The dwellers of Al-Aiyka [near Madyan (Midian)] belied the Messengers.

১৭৭

যখন শো’আয়ব তাদের কে বললেন, তোমরা কি ভয় কর না?

When Shu'aib (Shuaib) said to them: "Will you not fear Allah (and obey Him)?

১৭৮

আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর।

"I am a trustworthy Messenger to you.

১৭৯

অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।

"So fear Allah, keep your duty to Him, and obey me.

১৮০

আমি তোমাদের কাছে এর জন্য কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্ব-পালনকর্তাই দেবেন।

"No reward do I ask of you for it (my Message of Islamic Monotheism), my reward is only from the Lord of the 'Alamin (mankind, jinns and all that exists).