الشعراء

সূরা আশ-শো’আরা

Surah Ash-Shu-araa

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

১৫১

এবং সীমালংঘনকারীদের আদেশ মান্য কর না;

১৫২

যারা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে এবং শান্তি স্থাপন করে না;

১৫৩

তারা বলল, তুমি তো জাদুগ্রস্থুরেদ একজন।

১৫৪

তুমি তো আমাদের মতই একজন মানুষ বৈ নও। সুতরাং যদি তুমি সত্যবাদী হও, তবে কোন নিদর্শন উপস্থিত কর।

১৫৫

সালেহ বললেন এই উষ্ট্রী, এর জন্যে আছে পানি পানের পালা এবং তোমাদের জন্যে আছে পানি পানের পালা নির্দিষ্ট এক-এক দিনের।

১৫৬

তোমরা একে কোন কষ্ট দিও না। তাহলে তোমাদেরকে মহাদিবসের আযাব পাকড়াও করবে।

১৫৭

তারা তাকে বধ করল ফলে, তারা অনুতপ্ত হয়ে গেল।

১৫৮

এরপর আযাব তাদেরকে পাকড়াও করল। নিশ্চয় এতে নিদর্শন আছে। কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।

১৫৯

আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।

১৬০

লূতের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।