الشعراء

সূরা আশ-শো’আরা

Surah Ash-Shu-araa

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

১৩১

অতএব, আল্লাহকে ভয় কর এবং আমার অনুগত্য কর।

১৩২

ভয় কর তাঁকে, যিনি তোমাদেরকে সেসব বস্তু দিয়েছেন, যা তোমরা জান।

১৩৩

তোমাদেরকে দিয়েছেন চতুষ্পদ জন্তু ও পুত্র-সন্তান,

১৩৪

এবং উদ্যান ও ঝরণা।

১৩৫

আমি তোমাদের জন্যে মহাদিবসের শাস্তি আশংকা করি।

১৩৬

তারা বলল, তুমি উপদেশ দাও অথবা উপদেশ নাই দাও, উভয়ই আমাদের জন্যে সমান।

১৩৭

এসব কথাবার্তা পূর্ববর্তী লোকদের অভ্যাস বৈ নয়।

১৩৮

আমরা শাস্তিপ্রাপ্ত হব না।

১৩৯

অতএব, তারা তাঁকে মিথ্যাবাদী বলতে লাগল এবং আমি তাদেরকে নিপাত করে দিলাম। এতে অবশ্যই নিদর্শন আছে; কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।

১৪০

এবং আপনার পালনকর্তা, তিনি তো প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু।