الشعراء

সূরা আশ-শো’আরা

Surah Ash-Shu-araa

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

১৪১

সামুদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।

১৪২

যখন তাদের ভাই সালেহ, তাদেরকে বললেন, তোমরা কি ভয় কর না?

১৪৩

আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর।

১৪৪

অতএব, আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।

১৪৫

আমি এর জন্যে তোমাদের কাছে কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্ব-পালনকর্তাই দেবেন।

১৪৬

তোমাদেরকে কি এ জগতের ভোগ-বিলাসের মধ্যে নিরাপদে রেখে দেয়া হবে?

১৪৭

উদ্যানসমূহের মধ্যে এবং ঝরণাসমূহের মধ্যে ?

১৪৮

শস্যক্ষেত্রের মধ্যে এবং মঞ্জুরিত খেজুর বাগানের মধ্যে ?

১৪৯

তোমরা পাহাড় কেটে জাঁক জমকের গৃহ নির্মাণ করছ।

১৫০

সুতরাং তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার অনুগত্য কর।