الشعراء

সূরা আশ-শো’আরা

Surah Ash-Shu-araa

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

২১১

তারা এ কাজের উপযুক্ত নয় এবং তারা এর সামর্থøও রাখে না।

২১২

তাদেরকে তো শ্রবণের জায়গা থেকে দূরে রাখা রয়েছে।

২১৩

অতএব, আপনি আল্লাহর সাথে অন্য উপাস্যকে আহবান করবেন না। করলে শাস্তিতে পতিত হবেন।

২১৪

আপনি নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করে দিন।

২১৫

এবং আপনার অনুসারী মুমিনদের প্রতি সদয় হোন।

২১৬

যদি তারা আপনার অবাধ্য করে, তবে বলে দিন, তোমরা যা কর, তা থেকে আমি মুক্ত।

২১৭

আপনি ভরসা করুন পরাক্রমশালী, পরম দয়ালুর উপর,

২১৮

যিনি আপনাকে দেখেন যখন আপনি নামাযে দন্ডায়মান হন,

২১৯

এবং নামাযীদের সাথে উঠাবসা করেন।

২২০

নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।