الشعراء

সূরা আশ-শো’আরা

Surah Ash-Shu-araa

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

২০১

তারা এর প্রতি বিশ্বাস স্থাপন করবে না, যে পর্যন্ত প্রত্যক্ষ না করে মর্মন্তুদ আযাব।

২০২

অতঃপর তা আকস্মিকভাবে তাদের কাছে এসে পড়বে, তারা তা বুঝতে ও পারবে না।

২০৩

তখন তারা বলবে, আমরা কি অবকাশ পাব না?

২০৪

তারা কি আমার শাস্তি দ্রুত কামনা করে?

২০৫

আপনি ভেবে দেখুন তো, যদি আমি তাদেরকে বছরের পর বছর ভোগ-বিলাস করতে দেই,

২০৬

অতঃপর যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেয়া হত, তা তাদের কাছে এসে পড়ে।

২০৭

তখন তাদের ভোগ বিলাস তা তাদের কি কোন উপকারে আসবে?

২০৮

আমি কোন জনপদ ধ্বংস করিনি; কিন্তু এমতাবস্থায় যে, তারা সতর্ককারী ছিল।

২০৯

স্মরণ করানোর জন্যে, এবং আমার কাজ অন্যায়াচরণ নয়।

২১০

এই কোরআন শয়তানরা অবতীর্ণ করেনি।