( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )
আমরা আশা করি, আমাদের পালনকর্তা আমাদের ক্রটি-বিচ্যুতি মার্জনা করবেন। কারণ, আমরা বিশ্বাস স্থাপনকারীদের মধ্যে অগ্রণী।
"Verily! We really hope that our Lord will forgive us our sins, as we are the first of the believers [in Musa (Moses) and in the Monotheism which he has brought from Allah]."
আমি মূসাকে আদেশ করলাম যে, আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিযোগে বের হয়ে যাও, নিশ্চয় তোমাদের পশ্চাদ্ধাবন করা হবে।
And We inspired Musa (Moses), saying: "Take away My slaves by night, verily, you will be pursued."
অতঃপর ফেরাউন শহরে শহরে সংগ্রাহকদেরকে প্রেরণ করল,
Then Fir'aun (Pharaoh) sent callers to (all) the cities.
নিশ্চয় এরা (বনী-ইসরাঈলরা) ক্ষুদ্র একটি দল।
(Saying): "Verily! These indeed are but a small band.
এবং তারা আমাদের ক্রোধের উদ্রেক করেছে।
"And verily, they have done what has enraged us;
এবং আমরা সবাই সদা শংকিত।
"But we are host all assembled, amply fore-warned."
অতঃপর আমি ফেরআউনের দলকে তাদের বাগ-বাগিচা ও ঝর্ণাসমূহ থেকে বহিষ্কার করলাম।
So, We expelled them from gardens and springs,
এবং ধন-ভান্ডার ও মনোরম স্থানসমূহ থেকে।
Treasures, and every kind of honourable place.
এরূপই হয়েছিল এবং বনী-ইসলাঈলকে করে দিলাম এসবের মালিক।
Thus [We turned them (Pharaoh's people) out] and We caused the Children of Israel to inherit them.
অতঃপর সুর্যোদয়ের সময় তারা তাদের পশ্চাদ্ধাবন করল।
So they pursued them at sunrise.