উদ্বোধনী ছাড় | উদ্বোধনী ছাড় ১৫ %

الشعراء

সূরা আশ-শো’আরা

Surah Ash-Shu-araa

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

৫১

আমরা আশা করি, আমাদের পালনকর্তা আমাদের ক্রটি-বিচ্যুতি মার্জনা করবেন। কারণ, আমরা বিশ্বাস স্থাপনকারীদের মধ্যে অগ্রণী।

"Verily! We really hope that our Lord will forgive us our sins, as we are the first of the believers [in Musa (Moses) and in the Monotheism which he has brought from Allah]."

৫২

আমি মূসাকে আদেশ করলাম যে, আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিযোগে বের হয়ে যাও, নিশ্চয় তোমাদের পশ্চাদ্ধাবন করা হবে।

And We inspired Musa (Moses), saying: "Take away My slaves by night, verily, you will be pursued."

৫৩

অতঃপর ফেরাউন শহরে শহরে সংগ্রাহকদেরকে প্রেরণ করল,

Then Fir'aun (Pharaoh) sent callers to (all) the cities.

৫৪

নিশ্চয় এরা (বনী-ইসরাঈলরা) ক্ষুদ্র একটি দল।

(Saying): "Verily! These indeed are but a small band.

৫৫

এবং তারা আমাদের ক্রোধের উদ্রেক করেছে।

"And verily, they have done what has enraged us;

৫৬

এবং আমরা সবাই সদা শংকিত।

"But we are host all assembled, amply fore-warned."

৫৭

অতঃপর আমি ফেরআউনের দলকে তাদের বাগ-বাগিচা ও ঝর্ণাসমূহ থেকে বহিষ্কার করলাম।

So, We expelled them from gardens and springs,

৫৮

এবং ধন-ভান্ডার ও মনোরম স্থানসমূহ থেকে।

Treasures, and every kind of honourable place.

৫৯

এরূপই হয়েছিল এবং বনী-ইসলাঈলকে করে দিলাম এসবের মালিক।

Thus [We turned them (Pharaoh's people) out] and We caused the Children of Israel to inherit them.

৬০

অতঃপর সুর্যোদয়ের সময় তারা তাদের পশ্চাদ্ধাবন করল।

So they pursued them at sunrise.