الشعراء

সূরা আশ-শো’আরা

Surah Ash-Shu-araa

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

৭১

তারা বলল, আমরা প্রতিমার পূজা করি এবং সারাদিন এদেরকেই নিষ্ঠার সাথে আঁকড়ে থাকি।

৭২

ইব্রাহীম (আঃ) বললেন, তোমরা যখন আহবান কর, তখন তারা শোনে কি?

৭৩

অথবা তারা কি তোমাদের উপকার কিংবা ক্ষতি করতে পারে?

৭৪

তারা বললঃ না, তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি, তারা এরূপই করত।

৭৫

ইব্রাহীম বললেন, তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছ, যাদের পূজা করে আসছ।

৭৬

তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষেরা ?

৭৭

বিশ্বপালনকর্তা ব্যতীত তারা সবাই আমার শত্রু।

৭৮

যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনিই আমাকে পথপ্রদর্শন করেন,

৭৯

যিনি আমাকে আহার এবং পানীয় দান করেন,

৮০

যখন আমি রোগাক্রান্ত হই, তখন তিনিই আরোগ্য দান করেন।