الشعراء

সূরা আশ-শো’আরা

Surah Ash-Shu-araa

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

৬১

যখন উভয় দল পরস্পরকে দেখল, তখন মূসার সঙ্গীরা বলল, আমরা যে ধরা পড়ে গেলাম।

৬২

মূসা বলল, কখনই নয়, আমার সাথে আছেন আমার পালনকর্তা। তিনি আমাকে পথ বলে দেবেন।

৬৩

অতঃপর আমি মূসাকে আদেশ করলাম, তোমার লাঠি দ্বারা সমূদ্রকে আঘাত কর। ফলে, তা বিদীর্ণ হয়ে গেল এবং প্রত্যেক ভাগ বিশাল পর্বতসদৃশ হয়ে গেল।

৬৪

আমি সেথায় অপর দলকে পৌঁছিয়ে দিলাম।

৬৫

এবং মূসা ও তাঁর সংগীদের সবাইকে বাঁচিয়ে দিলাম।

৬৬

অতঃপর অপর দলটিকে নিমজ্জত কললাম।

৬৭

নিশ্চয় এতে একটি নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না।

৬৮

আপনার পালনকর্তা অবশ্যই পরাক্রমশালী, পরম দয়ালু।

৬৯

আর তাদেরকে ইব্রাহীমের বৃত্তান্ত শুনিয়ে দিন।

৭০

যখন তাঁর পিতাকে এবং তাঁর সম্প্রদায়কে বললেন, তোমরা কিসের এবাদত কর?