المرسلات

সূরা আল মুরসালাত

Surah Al-Mursalat

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

৩১

যে ছায়া সুনিবিড় নয় এবং অগ্নির উত্তাপ থেকে রক্ষা করে না।

৩২

এটা অট্টালিকা সদৃশ বৃহৎ স্ফুলিংগ নিক্ষেপ করবে।

৩৩

যেন সে পীতবর্ণ উষ্ট্রশ্রেণী।

৩৪

সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

৩৫

এটা এমন দিন, যেদিন কেউ কথা বলবে না।

৩৬

এবং কাউকে তওবা করার অনুমতি দেয়া হবে না।

৩৭

সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।

৩৮

এটা বিচার দিবস, আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে একত্রিত করেছি।

৩৯

অতএব, তোমাদের কোন অপকৌশল থাকলে তা প্রয়োগ কর আমার কাছে।

৪০

সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে।