الصافات

সূরা আস-সাফফাত

Surah As-Saffat

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

১৫১

জেনো, তারা মনগড়া উক্তি করে যে,

১৫২

আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন। নিশ্চয় তারা মিথ্যাবাদী।

১৫৩

তিনি কি পুত্র-সন্তানের স্থলে কন্যা-সন্তান পছন্দ করেছেন?

১৫৪

তোমাদের কি হল? তোমাদের এ কেমন সিন্ধান্ত?

১৫৫

তোমরা কি অনুধাবন কর না?

১৫৬

না কি তোমাদের কাছে সুস্পষ্ট কোন দলীল রয়েছে?

১৫৭

তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব আন।

১৫৮

তারা আল্লাহ ও জ্বিনদের মধ্যে সম্পর্ক সাব্যস্ত করেছে, অথচ জ্বিনেরা জানে যে, তারা গ্রেফতার হয়ে আসবে।

১৫৯

তারা যা বলে তা থেকে আল্লাহ পবিত্র।

১৬০

তবে যারা আল্লাহর নিষ্ঠাবান বান্দা, তারা গ্রেফতার হয়ে আসবে না।