( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )
জেনো, তারা মনগড়া উক্তি করে যে,
আল্লাহ সন্তান জন্ম দিয়েছেন। নিশ্চয় তারা মিথ্যাবাদী।
তিনি কি পুত্র-সন্তানের স্থলে কন্যা-সন্তান পছন্দ করেছেন?
তোমাদের কি হল? তোমাদের এ কেমন সিন্ধান্ত?
তোমরা কি অনুধাবন কর না?
না কি তোমাদের কাছে সুস্পষ্ট কোন দলীল রয়েছে?
তোমরা সত্যবাদী হলে তোমাদের কিতাব আন।
তারা আল্লাহ ও জ্বিনদের মধ্যে সম্পর্ক সাব্যস্ত করেছে, অথচ জ্বিনেরা জানে যে, তারা গ্রেফতার হয়ে আসবে।
তারা যা বলে তা থেকে আল্লাহ পবিত্র।
তবে যারা আল্লাহর নিষ্ঠাবান বান্দা, তারা গ্রেফতার হয়ে আসবে না।