উদ্বোধনী ছাড় | উদ্বোধনী ছাড় ১৫ %

الصافات

সূরা আস-সাফফাত

Surah As-Saffat

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

১৩১

এভাবেই আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে থাকি।

Verily, thus do We reward the Muhsinun (good-doers, who perform good deeds totally for Allah's sake only - see V. 2:112).

১৩২

সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্তর্ভূক্ত।

Verily, he was one of Our believing slaves.

১৩৩

নিশ্চয় লূত ছিলেন রসূলগণের একজন।

And verily, Lout (Lot) was one of the Messengers.

১৩৪

যখন আমি তাকেও তার পরিবারের সবাইকে উদ্ধার করেছিলাম;

When We saved him and his family, all,

১৩৫

কিন্তু এক বৃদ্ধাকে ছাড়া; সে অন্যান্যদের সঙ্গে থেকে গিয়েছিল।

Except an old woman (his wife) who was among those who remained behind.

১৩৬

অতঃপর অবশিষ্টদেরকে আমি সমূলে উৎপাটিত করেছিলাম।

Then We destroyed the rest [i.e. the towns of Sodom at the place of the Dead Sea (now) in Palestine]. [See the "Book of History" by Ibn Kathir].

১৩৭

তোমরা তোমাদের ধ্বংস স্তুপের উপর দিয়ে গমন কর ভোর বেলায়

Verily, you pass by them in the morning.

১৩৮

এবং সন্ধ্যায়, তার পরেও কি তোমরা বোঝ না?

And at night; will you not then reflect?

১৩৯

আর ইউনুসও ছিলেন পয়গম্বরগণের একজন।

And, verily, Yunus (Jonah) was one of the Messengers.

১৪০

যখন পালিয়ে তিনি বোঝাই নৌকায় গিয়ে পৌঁছেছিলেন।

When he ran to the laden ship,