الصافات

সূরা আস-সাফফাত

Surah As-Saffat

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

১১১

সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের একজন।

১১২

আমি তাকে সুসংবাদ দিয়েছি ইসহাকের, সে সৎকর্মীদের মধ্য থেকে একজন নবী।

১১৩

তাকে এবং ইসহাককে আমি বরকত দান করেছি। তাদের বংশধরদের মধ্যে কতক সৎকর্মী এবং কতক নিজেদের উপর স্পষ্ট জুলুমকারী।

১১৪

আমি অনুগ্রহ করেছিলাম মূসা ও হারুনের প্রতি।

১১৫

তাদেরকে ও তাদের সম্প্রদায়কে উদ্ধার করেছি মহা সংকট থেকে।

১১৬

আমি তাদেরকে সাহায্য করেছিলাম, ফলে তারাই ছিল বিজয়ী।

১১৭

আমি উভয়কে দিয়েছিলাম সুস্পষ্ট কিতাব।

১১৮

এবং তাদেরকে সরল পথ প্রদর্শন করেছিলাম।

১১৯

আমি তাদের জন্যে পরবর্তীদের মধ্যে এ বিষয় রেখে দিয়েছি যে,

১২০

মূসা ও হারুনের প্রতি সালাম বর্ষিত হোক।