উদ্বোধনী ছাড় | উদ্বোধনী ছাড় ১৫ %

الصافات

সূরা আস-সাফফাত

Surah As-Saffat

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

১৭১

আমার রাসূল ও বান্দাগণের ব্যাপারে আমার এই বাক্য সত্য হয়েছে যে,

And, verily, Our Word has gone forth of old for Our slaves, the Messengers,

১৭২

অবশ্যই তারা সাহায্য প্রাপ্ত হয়।

That they verily would be made triumphant.

১৭৩

আর আমার বাহিনীই হয় বিজয়ী।

And that Our hosts, they verily would be the victors.

১৭৪

অতএব আপনি কিছুকালের জন্যে তাদেরকে উপেক্ষা করুন।

So turn away (O Muhammad SAW) from them for a while,

১৭৫

এবং তাদেরকে দেখতে থাকুন। শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে।

And watch them and they shall see (the punishment)!

১৭৬

আমার আযাব কি তারা দ্রুত কামনা করে?

Do they seek to hasten on Our Torment?

১৭৭

অতঃপর যখন তাদের আঙ্গিনায় আযাব নাযিল হবে, তখন যাদেরকে সতর্ক করা হয়েছিল, তাদের সকাল বেলাটি হবে খুবই মন্দ।

Then, when it descends into their courtyard (i.e. near to them), evil will be the morning for those who had been warned!

১৭৮

আপনি কিছুকালের জন্যে তাদেরকে উপেক্ষা করুন।

So turn (O Muhammad SAW) away from them for a while,

১৭৯

এবং দেখতে থাকুন, শীঘ্রই তারাও এর পরিণাম দেখে নেবে।

And watch and they shall see (the torment)!

১৮০

পবিত্র আপনার পরওয়ারদেগারের সত্তা, তিনি সম্মানিত ও পবিত্র যা তারা বর্ণনা করে তা থেকে।

Glorified be your Lord, the Lord of Honour and Power! (He is free) from what they attribute unto Him!