( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )
তারা যখন তাদের পরিবার-পরিজনের কাছে ফিরত, তখনও হাসাহাসি করে ফিরত।
And when they returned to their own people, they would return jesting;
আর যখন তারা বিশ্বাসীদেরকে দেখত, তখন বলত, নিশ্চয় এরা বিভ্রান্ত।
And when they saw them, they said: "Verily! These have indeed gone astray!"
অথচ তারা বিশ্বাসীদের তত্ত্বাবধায়করূপে প্রেরিত হয়নি।
But they (disbelievers, sinners) had not been sent as watchers over them (the believers).
আজ যারা বিশ্বাসী, তারা কাফেরদেরকে উপহাস করছে।
But this Day (the Day of Resurrection) those who believe will laugh at the disbelievers
সিংহাসনে বসে, তাদেরকে অবলোকন করছে,
On (high) thrones, looking (at all things).
কাফেররা যা করত, তার প্রতিফল পেয়েছে তো?
Are not the disbelievers paid (fully) for what they used to do?