(Click on arabic word to see details / শব্দের বিশ্লেষণ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন)
আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ একে প্রত্যক্ষ করে।
নিশ্চয় সৎলোকগণ থাকবে পরম আরামে,
সিংহাসনে বসে অবলোকন করবে।
আপনি তাদের মুখমন্ডলে স্বাচ্ছন্দ্যের সজীবতা দেখতে পাবেন।
তাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় পান করানো হবে।
তার মোহর হবে কস্তুরী। এ বিষয়ে প্রতিযোগীদের প্রতিযোগিতা করা উচিত।
তার মিশ্রণ হবে তসনীমের পানি।
এটা একটা ঝরণা, যার পানি পান করবে নৈকট্যশীলগণ।
যারা অপরাধী, তারা বিশ্বাসীদেরকে উপহাস করত।
এবং তারা যখন তাদের কাছ দিয়ে গমন করত তখন পরস্পরে চোখ টিপে ইশারা করত।