উদ্বোধনী ছাড় | উদ্বোধনী ছাড় ১৫ %

القيامة

সূরা আল ক্বেয়ামাহ

Surah Al-Qiyamat

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

২১

এবং পরকালকে উপেক্ষা কর।

And leave (neglect) the Hereafter.

২২

সেদিন অনেক মুখমন্ডল উজ্জ্বল হবে।

Some faces that Day shall be Nadirah (shining and radiant).

২৩

তারা তার পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে।

Looking at their Lord (Allah);

২৪

আর অনেক মুখমন্ডল সেদিন উদাস হয়ে পড়বে।

And some faces, that Day, will be Basirah (dark, gloomy, frowning, and sad),

২৫

তারা ধারণা করবে যে, তাদের সাথে কোমর-ভাঙ্গা আচরণ করা হবে।

Thinking that some calamity was about to fall on them;

২৬

কখনও না, যখন প্রাণ কন্ঠাগত হবে।

Nay, when (the soul) reaches to the collar bone (i.e. up to the throat in its exit),

২৭

এবং বলা হবে, কে ঝাড়বে

And it will be said: "Who can cure him and save him from death?"

২৮

এবং সে মনে করবে যে, বিদায়ের ক্ষণ এসে গেছে।

And he (the dying person) will conclude that it was (the time) of departing (death);

২৯

এবং গোছা গোছার সাথে জড়িত হয়ে যাবে।

And leg will be joined with another leg (shrouded)

৩০

সেদিন, আপনার পালনকর্তার নিকট সবকিছু নীত হবে।

The drive will be, on that Day, to your Lord (Allah)!