উদ্বোধনী ছাড় | উদ্বোধনী ছাড় ১৫ %

القيامة

সূরা আল ক্বেয়ামাহ

Surah Al-Qiyamat

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

১১

না কোথাও আশ্রয়স্থল নেই।

No! There is no refuge!

১২

আপনার পালনকর্তার কাছেই সেদিন ঠাঁই হবে।

Unto your Lord (Alone) will be the place of rest that Day.

১৩

সেদিন মানুষকে অবহিত করা হবে সে যা সামনে প্রেরণ করেছে ও পশ্চাতে ছেড়ে দিয়েছে।

On that Day man will be informed of what he sent forward (of his evil or good deeds), and what he left behind (of his good or evil traditions).

১৪

বরং মানুষ নিজেই তার নিজের সম্পর্কে চক্ষুমান।

Nay! Man will be a witness against himself [as his body parts (skin, hands, legs, etc.) will speak about his deeds].

১৫

যদিও সে তার অজুহাত পেশ করতে চাইবে।

Though he may put forth his excuses (to cover his evil deeds).

১৬

তাড়াতাড়ি শিখে নেয়ার জন্যে আপনি দ্রুত ওহী আবৃত্তি করবেন না।

Move not your tongue concerning (the Quran, O Muhammad SAW) to make haste therewith.

১৭

এর সংরক্ষণ ও পাঠ আমারই দায়িত্ব।

It is for Us to collect it and to give you (O Muhammad SAW) the ability to recite it (the Quran),

১৮

অতঃপর আমি যখন তা পাঠ করি, তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন।

And when We have recited it to you [O Muhammad SAW through Jibrael (Gabriel)], then follow you its (the Quran's) recital.

১৯

এরপর বিশদ বর্ণনা আমারই দায়িত্ব।

Then it is for Us (Allah) to make it clear to you,

২০

কখনও না, বরং তোমরা পার্থিব জীবনকে ভালবাস

Not [as you think, that you (mankind) will not be resurrected and recompensed for your deeds], but (you men) love the present life of this world,