উদ্বোধনী ছাড় | উদ্বোধনী ছাড় ১৫ %

الحاقة

সূরা আল হাক্বক্বাহ

Surah Al-Haqqa

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

৩১

অতঃপর নিক্ষেপ কর জাহান্নামে।

Then throw him in the blazing Fire.

৩২

অতঃপর তাকে শৃঙ্খলিত কর সত্তর গজ দীর্ঘ এক শিকলে।

"Then fasten him with a chain whereof the length is seventy cubits!"

৩৩

নিশ্চয় সে মহান আল্লাহতে বিশ্বাসী ছিল না।

Verily, He used not to believe in Allah, the Most Great,

৩৪

এবং মিসকীনকে আহার্য দিতে উৎসাহিত করত না।

And urged not on the feeding of Al-Miskin (the poor),

৩৫

অতএব, আজকের দিন এখানে তার কোন সুহূদ নাই।

So no friend has he here this Day,

৩৬

এবং কোন খাদ্য নাই, ক্ষত-নিঃসৃত পুঁজ ব্যতীত।

Nor any food except filth from the washing of wounds,

৩৭

গোনাহগার ব্যতীত কেউ এটা খাবে না।

None will eat except the Khati'un (sinners, disbelievers, polytheists, etc.).

৩৮

তোমরা যা দেখ, আমি তার শপথ করছি।

So I swear by whatsoever you see,

৩৯

এবং যা তোমরা দেখ না, তার-

And by whatsoever you see not,

৪০

নিশ্চয়ই এই কোরআন একজন সম্মানিত রসূলের আনীত।

That this is verily the word of an honoured Messenger [i.e. Jibrael (Gabriel) or Muhammad SAW which he has brought from Allah].