উদ্বোধনী ছাড় | উদ্বোধনী ছাড় ১৫ %

الرحمن

সূরা আর রহমান

Surah Ar-Rahman

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

১১

এতে আছে ফলমূল এবং বহিরাবরণবিশিষ্ট খর্জুর বৃক্ষ।

Therein are fruits, date-palms producing sheathed fruit-stalks (enclosing dates).

১২

আর আছে খোসাবিশিষ্ট শস্য ও সুগন্ধি ফুল।

And also corn, with (its) leaves and stalk for fodder, and sweet-scented plants.

১৩

অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

Then which of the Blessings of your Lord will you both (jinns and men) deny?

১৪

তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক মৃত্তিকা থেকে।

He created man (Adam) from sounding clay like the clay of pottery.

১৫

এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে।

And the jinns did He create from a smokeless flame of fire.

১৬

অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে?

Then which of the Blessings of your Lord will you both (jinns and men) deny?

১৭

তিনি দুই উদয়াচল ও দুই অস্তাচলের মালিক।

(He is) the Lord of the two easts (places of sunrise during early summer and early winter) and the Lord of the two wests (places of sunset during early summer and early winter).

১৮

অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে?

Then which of the Blessings of your Lord will you both (jinns and men) deny?

১৯

তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন।

He has let loosed the two seas (the salt water and the sweet) meeting together.

২০

উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল, যা তারা অতিক্রম করে না।

Between them is a barrier which none of them can transgress.