উদ্বোধনী ছাড় | উদ্বোধনী ছাড় ১৫ %

النجم

সূরা আন-নাজম

Surah An-Najm

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

৫১

এবং সামুদকেও; অতঃপর কাউকে অব্যহতি দেননি।

And Thamud (people). He spared none of them.

৫২

এবং তাদের পূর্বে নূহের সম্প্রদায়কে, তারা ছিল আরও জালেম ও অবাধ্য।

And the people of Nuh (Noah) aforetime, verily, they were more unjust and more rebellious and transgressing [in disobeying Allah and His Messenger Nuh (Noah)].

৫৩

তিনিই জনপদকে শুন্যে উত্তোলন করে নিক্ষেপ করেছেন।

And He destroyed the overthrown cities [of Sodom to which Prophet Lout (Lot) was sent].

৫৪

অতঃপর তাকে আচ্ছন্ন করে নেয় যা আচ্ছন্ন করার।

So there covered them that which did cover (i.e. torment with stones).

৫৫

অতঃপর তুমি তোমার পালনকর্তার কোন অনুগ্রহকে মিথ্যা বলবে?

Then which of the Graces of your Lord (O man!) will you doubt.

৫৬

অতীতের সতর্ককারীদের মধ্যে সে-ও একজন সতর্ককারী।

This (Muhammad SAW) is a warner (Messenger) of the (series of) warners (Messengers) of old.

৫৭

কেয়ামত নিকটে এসে গেছে।

The Day of Resurrection draws near,

৫৮

আল্লাহ ব্যতীত কেউ একে প্রকাশ করতে সক্ষম নয়।

None besides Allah can avert it, (or advance it, or delay it).

৫৯

তোমরা কি এই বিষয়ে আশ্চর্যবোধ করছ?

Do you then wonder at this recital (the Quran)?

৬০

এবং হাসছ-ক্রন্দন করছ না?

And you laugh at it and weep not,