উদ্বোধনী ছাড় | উদ্বোধনী ছাড় ১৫ %

النجم

সূরা আন-নাজম

Surah An-Najm

( Click on arabic word to see details / শব্দের অর্থ জানার জন্য আরবি শব্দের উপর ক্লিক করুন )

৪১

অতঃপর তাকে পূর্ণ প্রতিদান দেয়া হবে।

Then he will be recompensed with a full and the best recompense.

৪২

তোমার পালনকর্তার কাছে সবকিছুর সমাপ্তি,

And that to your Lord (Allah) is the End (Return of everything).

৪৩

এবং তিনিই হাসান ও কাঁদান

And that it is He (Allah) Who makes (whom He wills) laugh, and makes (whom He wills) weep;

৪৪

এবং তিনিই মারেন ও বাঁচান,

And that it is He (Allah) Who causes death and gives life;

৪৫

এবং তিনিই সৃষ্টি করেন যুগল-পুরুষ ও নারী।

And that He (Allah) creates the pairs, male and female,

৪৬

একবিন্দু বীর্য থেকে যখন স্খলিত করা হয়।

From Nutfah (drops of semen male and female discharges) when it is emitted;

৪৭

পুনরুত্থানের দায়িত্ব তাঁরই,

And that upon Him (Allah) is another bringing forth (Resurrection);

৪৮

এবং তিনিই ধনবান করেন ও সম্পদ দান করেন।

And that it is He (Allah) Who gives much or a little (or gives wealth and contentment),

৪৯

তিনি শিরা নক্ষত্রের মালিক।

And that He (Allah) is the Lord of Sirius (the star which the pagan Arabs used to worship);

৫০

তিনিই প্রথম আদ সম্প্রদায়কে ধ্বংস করেছেন,

And that it is He (Allah) Who destroyed the former 'Ad (people),